Search for:

যেসব রোগী ঝুকিপূর্ণ এবং যাদের চিকিৎসা ওয়ার্ডে বা কেবিনে করা সম্ভব নয়।তাদের চিকিৎসার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে চালু হয়েছে আমাদের আধুনিক ও সুসজ্জিত আইসিইউ।

আইসিইউ কনসালটেন্ট এর পাশাপাশি এখানে সব বিষয়ের পৃথক ও সমন্বিত বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।আইসিইউ (ICU) ও এইসডিইউ (HDU) তে রয়েছে—

লাইফ সাপোর্ট,

ক্লোজ মনিটরিং,

এবিজি এনালাইজার,

বাইপ্যাপ মেশিনসহ ক্লোজড সার্কিট ক্যামেরার সু-ব্যবস্থা।

কাদের আইসিইউতে ভর্তি করা হয়?

# যাদের এন্ডোট্রকিয়াল ইনকিউবেশন বা লাইফ সাপোর্ট দরকার।

# যাদের অঙ্গের সাপোর্ট যেমন ব্লাড প্রেশার বাড়ানোর ঔষধ দিয়ে হেমোডায়ালাইসিস দরকার।

# কোন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীর হঠাৎ বিকল হওয়া অঙ্গের সাপোর্ট দরকার।

# পলিট্রমা বা শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত প্রাপ্ত মুমূর্ষু রোগী