কিডনী বিকল রোগীদের জন্য ডায়ালাইসিস ইউনিট চালু করা হয়েছে।
এই ইউনিটে কিডনী রোগীদের ডায়ালাইসিসের জন্য সূলভ মূল্যে আছে–
ক্যাথেটার,
আটারিও ভেনাস ফিস্টুলা
পারমানেন্ট ক্যাথেটার
কিডনী বায়োপসি সহ সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা আছে।
কিডনী বিশেষজ্ঞের তত্বাবধানে ডায়ালাইসিস করা হয় এবং ডায়ালাইসিস চলাকালে কোন জটিলতা দেখা গেলে সহজেই বিশেষায়িত ইউনিটের সহযোগীতায় চিকিৎসা সেবা দেয়া হয়।
এছাড়া আই সি ইউ এবং এইচ ডি ইউ তে ক্রিটিক্যাল রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে।