প্রসূতী মহিলাদের জন্য রয়েছে নিরাপদ প্রসূতী সেবার ব্যবস্থা (নরমাল ডেলিবারি ও সিজারিয়ান) সহ আলাদা লেবার ইউনিট।
সার্বক্ষণিক অভিজ্ঞ মহিলা ডাক্তার ও মিডওয়াইফ দ্বারা প্রসূতি রোগীদের পরিচর্যা করার সুব্যবস্থা রয়েছে।
লেবার ইউনিট এর পাশাপাশি এন আই সি ইউ তে নবজাতকের পরিচর্যার সুব্যবস্থা রয়েছে।
ডে-কেয়ার রোগীর জন্য রয়েছে ডি এন্ড সি, পেরিনিয়াল টিয়ার অন্যান্য সেলাই করা,সেলাই খোলা ও অভজারবেশন এ থেকে চিকিৎসা নেয়ার ব্যবস্থা।