Search for:

যেসব রোগী ঝুকিপূর্ণ এবং যাদের চিকিৎসা ওয়ার্ডে বা কেবিনে করা সম্ভব নয়।তাদের চিকিৎসার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে চালু হয়েছে আমাদের আধুনিক ও সুসজ্জিত এইচ ডি ইউ (HDU)

 

কাদের এইচ ডি ইউ তে ভর্তি হতে হয় ?

 

# যাদের নিবিড় পর্যবেক্ষণ দরকার যেমন-

১)সরাসরি রক্তচাপ বা ব্লাড প্রেশার পর্যবেক্ষণ বা মাপা ও নিয়ন্ত্রণ দরকার।

২) সেন্ট্রাল ভেনাস প্রেশার মাপা দরকার

৩) সঠিক ও সূক্ষভাবে শরীরের পানি ও লবণের সামঞ্জস্যতা বজায় রাখা দরকার।

৪) নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক অবস্থা পর্যবেক্ষণ দরকার।

 

# একটি অঙ্গের সাপোর্ট দরকার-

১) নন-ইনভেসিভ ভেন্টিলেশন (C.PAP,BIPAP) দরকার

২) আয়নোট্রপ বা রক্তচাপ বাড়ানোর ঔষধ দরকার।

৩) রক্তচাপ কম থাকলে ডায়ালাইসিস করা দরকার

৪) রোগী বা রোগীর আত্মীয়রা নিবিড় পর্যবেক্ষণ প্রত্যাশা করলে।