Search for:

চট্টগ্রামে আপনার যে কোন স্বাস্থ্যগত প্রয়োজন বা ডাক্তারী পরামর্শের জন্য ডেলটা টেলিমেডিসিন বিভাগ রয়েছে আপনার পাশে।

২৪ ঘণ্টা আমরা আপনার ফোন রিসিভ করবো।

এ সেবাটি পুরোটাই আপনার জন্য বিনামূল্য দেয়া হচ্ছে কারণ ডেলটা পরিবার মানবিক সেবাকে অগ্রাধিকার দিয়ে থাকে।

 

 

সেবা নেয়ার পূর্বে কিছু বিষয় খেয়াল রাখতে হবেঃ 

# ফোনে কখনোই পরিপূর্ণ চিকিৎসা দেয়া সম্ভব নয়।

# আপনার সংকটকালিন সময়ে রোগীর জীবন বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে যা করা দরকার, আমরা সে ব্যাপারে সাহায্য করবো।

# আপনার বলা লক্ষণ অনুসারে, রোগটা কি হতে পারে বা কোন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন সে ব্যাপারে আমরা সাহায্য করবো।

# আপনার কোন রোগের  চিকিৎসা বা অপারেশন পদ্ধতির ব্যাপারে জানতে ইচ্ছে হলে আমরা সাহায্য করবো।

# শিশুদের ক্ষেত্রে ফোনে চিকিৎসা দেয়া অনেক কঠিন।সেক্ষেত্রে বাচ্চার বয়স ও ওজন কিছুতেই ভুল বলা যাবে না।

 

বিঃদ্রঃ চিকিৎসার সুবিধার জন্য প্রতিটি ফোন কল রেকর্ড করা হয়।

টেলিমেডিসিন নাম্বারঃ ০১৮৪১- ৯০ ৬০ ৪০

 

ডেলটা বিশেষজ্ঞ ডাক্তার লিস্ট

বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নিন