১০ তলা বিল্ডিং জুড়ে আমাদের পুরো হাসপাতাল ও ডায়াগনস্টিক ফ্যাসিলিটি।
লেভেল-১
রিসেপশন ও ইনফরমেশন সেন্টারঃ
এখানে সব পরীক্ষা-নিরীক্ষা নিবন্ধন, ভর্তি রোগীর তথ্য,বিশেষজ্ঞ ডাক্তারের সময়সূচি ও হাসপাতাল সম্পর্কিত যে কোন ধরনের তথ্য সংরক্ষিত থাকে।।
রিপোর্ট ডেলিভারীঃ
রিসেপশন এর দক্ষিণ পার্শ্বে রিপোর্ট ডেলিভারি অবস্থিত।এই ইউনিটে সকল প্রকার পরীক্ষা- নিরীক্ষার রিপোর্ট সংরক্ষিত থাকে এবং রোগীরা তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারেন।
ইমার্জেন্সি সার্ভিসঃ
২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা জরুরী চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়।
এছাড়াও লেভেল-১ রয়েছে এক্সরে রুম(১০৪), সিটি স্ক্যান রুম(১০৫) এবং ইমার্জেন্সির পাশে সমৃমানিত রোগীদের সুবিধার্থে ডেলটা ফুড কর্ণার, যেখান সূলভ মূল্যে স্বাস্থ্যসম্মত হরেক রকমের খাবার রয়েছে।
লেভেল-২
সম্মানিত রোগীদের স্যাম্পল কালেকশন বা ব্লাড কালেকশন রুম (২০৩), আল্ট্রাসনোগ্রাফি রুম (২০৪), ইসিজি ও ইকো-কার্ডিওগ্রাফি ও হল্টার মনিটরিং রুম(২০৬), ইটিটি রুম(২০৭), এন্ডোস্কপি রুম(২১৭),ফার্মেসি ও বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার।
লেভেল-৩
বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার
লেভেল-৪
অপারেশন থিয়েটার
আইসিইউ
এইচডিইউ
লেভেল-৫
এনআইসিইউ
লেবার ইউনিট
লেভেল-৬
করোনারি কেয়ার ইউনিট- সিসিইউ
লেভেল-৭,৮,৯
কেবিন
ভিআইপি কেবিন
সাধারণ ওয়ার্ড
লেভেল-১০
ক্যান্টিন
একাউন্টস
কনফারেন্সে রুম
বিশেষ সুবিধাঃ
প্রতিদিন প্রায় ৩০০০ রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার সুব্যবস্থা
প্রতিদিন প্রায় ১২০০ রোগীর আউটডোর চিকিৎসা দেয়ার সুব্যবস্থা।
কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিণ ব্যবস্থা।
কম্পিউটার বেজড অটোমেশন টেস্ট সিস্টেম।
নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা।
স্বয়ংক্রিয় লিফট এর ব্যবস্থা।